নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা মদনে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার সেন্টারে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আনোয়ারুল ইসলাম বাচ্চু, সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হারেছ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, ভাইস চেয়ারম্যান এমএ সোহাগ, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রেসক্লাব প্রচার ও সাহিত্য সম্পাদক নিজাম তালুকদার, দৈনিক সংগ্রাম এর উপজেলা প্রতিনিধি জাকির আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি জিয়াউর রহমান, যুগ্ম-সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির, দপ্তর সম্পাদক ফজলুল হক, অর্থ সম্পাদক আল আমিন সহ অন্যান্য দাওয়াতী মেহমানগণ।