নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকালে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম রোকন এবং সঞ্চালনায় ছিলেন, কনিক আহম্মদ সম্রাট।
মাহফিলে বক্তব্য রাখেন, মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার এবং সা. সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা বার কাউন্সিলের সা. সম্পাদক মাসুদ রানা চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সা. সম্পাদক শামছুল আলম লালু ও ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফিসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।