জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে নতুন কার্ড সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে নির্বাচন কমিশন অনলাইনে আবেদন করার ব্যবস্থা করেছে। জাতীয় পরিচয়পত্র ফের সংগ্রহ, তথ্য সংশোধন কিংবা নতুন করে কার্ড তৈরি করতে হলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে।
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে অনলাইনে রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর সেটি অনুমোদিত হলে আপনার মোবাইলে একটি এসএমএস পাঠানো হবে।
এরপর নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্রের সফটকপি ডাউনলোড করা যাবে।তবে হারানো পরিচয়পত্র তুলতে বা সংশোধনের জন্য নির্ধারিত ফি জমা দিতে হয়। ফি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাইলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ফি-সংক্রান্ত অংশে ক্লিক করতে হবে।
হারানো কার্ড উত্তোলন এবং তথ্য সংশোধন একই সঙ্গে করা সম্ভব নয়।
প্রথমে হারানো কার্ড সংগ্রহ করতে হবে এবং পরে সংশোধনের জন্য আলাদা করে আবেদন করতে হবে। কোনো ভুল বা পরিবর্তনযোগ্য তথ্য থাকলে সেটি সংশোধনের আবেদন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এমনকি জাতীয় পরিচয়পত্রে প্রদর্শিত নয় এমন তথ্যও অনলাইনে পরিবর্তন করা সম্ভব।জাতীয় পরিচয়পত্র হারানো বা সংশোধনসংক্রান্ত সব প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাধারণ জিজ্ঞাসা অংশে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
প্রয়োজনে সেখানে গিয়ে সঠিক নির্দেশনা অনুসরণ করে নতুন কার্ড সংগ্রহ বা সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।