সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় তাকে এনায়েতপুর আমলি আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এসপি ফারুক জানান, গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার দুপুরে সেনাবাহিনীর একটি টিম বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এরপর সিরাজগঞ্জ সরকারি কলেজে অবস্থিত সেনা ক্যাম্পে রেখে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১
সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হন। তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হন। গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি নৌকার প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলের কাছে হেরে যান। এরপর দলের বা সরকারের কোনো দায়িত্বে না থাকলেও তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সিরাজগঞ্জের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সরকার পরিবর্তের পর থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।