হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। প্রায় পাঁচ বছর পর আবারো চলচ্চিত্রে অভিনয় করছেন। নির্মাতা শিহাব শাহিনের ‘যদি…কিন্তু…তবুও’ শিরোনামের চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এরইমধ্যে এ ছবির জন্য টানা সিডিউল দিয়েছেন বলেও জানান। চলচ্চিত্র, ছোট পর্দার ব্যস্ততা ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন এন আই বুলবুল
নতুন চলচ্চিত্রের জন্য প্রস্তুতি কেমন?
নতুন চলচ্চিত্রের জন্য শুক্রবার থেকে রিহার্সেল করছি। আমাদের এখন নাটক-চলচ্চিত্র কোনোটিতে রিহার্সেল তেমন চোখে পড়ে না। সেখান থেকে এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা।
শুটিংয়ের আগের দিন পর্যন্ত রিহার্সেল করতে হবে। আমার শুটিং শুরু হবে চলতি মাসের ৭/৮ তারিখ থেকে। অনেক দিন পর চলচ্চিত্রে কাজ করবো। তাই আমারও ইচ্ছে ছিল একটু প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে। আমার ইচ্ছের সঙ্গে নির্মাতার বিষয়টিও মিলে গেছে।
সাম্প্রতিক সময়ে আরো বেশ কিছু চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন। সেগুলোতে কাজ না করে এটিতে কাজ করার বিশেষ কারণ কি?
এই চলচ্চিত্রটি জি-ফাইভ অ্যাপসের জন্য নির্মিত হচ্ছে। দর্শকের বিনোদনের জন্য এটি একটি নতুন মাধ্যম। এছাড়া আমাদের দেশে প্রথমবারের মতো জি-ফাইভের জন্য চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এই নতুনের সঙ্গে আমিও থাকতে চাই। এদিকে আমি যে ধরনের চলচ্চিত্রের জন্য অপেক্ষা করেছি এটিতে সেই উপাদানগুলো আছে বলেই কাজ করছি।
সিনেমা হলের দর্শক আর অ্যাপসের দর্শক এক নয়। সেখান থেকে এই ছবিটি আপনার ক্যারিয়ারে কতটুকু সফল হবে মনে করেন?
আমি প্রথমেই বলি, দর্শক এই ছবিটি পুরো ফ্রিতে দেখতে পারবেন। এছাড়া বিনোদনের জন্য দর্শক এখন আগের মতো টিভি কিংবা সিনেমা হলের ওপর নির্ভর করে না। এটি সত্যি, সিনেমা হলে সব শ্রেণির দর্শক ছবি দেখেন। সেদিক থেকে বলতে হয়, এই অ্যাপসে সব দর্শক হয়তো ছবিটি দেখবেন না। কিন্তু আমাদের চলচ্চিত্রে একটা পরিবর্তন আসবে। এই পরিবর্তন যে কাউকে শুরু করতে হবে। আমাদের মাধ্যমে সেটি শুরু হলো। এছাড়া আমার এবং নির্মাতা শিহাব শাহিনের কাজ বরাবরই দর্শক গ্রহণ করেছেন। এটিও দর্শক নেবেন সেই বিশ্বাস রাখি।
চলচ্চিত্রের জন্য টানা শিউিউল দিয়েছেন। এর ফলে বৈশাখে ছোট পর্দার দর্শকের জন্য কি করছেন?
চলচ্চিত্রের টানা শিডিউলের কারণে এবার বৈশাখে তেমন নাটক করা হচ্ছে না। বিশেষ কিছুর জন্য ছাড় তো দিতেই হয়। বৈশাখে দর্শক আমার আগের শুটিং শেষ করা কিছু নাটক দেখতে পাবেন। এরমধ্যে চেষ্টা করবো সুযোগ পেলে নতুন কাজ করতে।
ছোট পর্দায় কোন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
আমি সবার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যারা আমার নাটক দেখেন তারা জানেন অনেকের সঙ্গেই আমি জুটি বেঁধে কাজ করি। আমি মনে করি গল্পের সঙ্গে যাকে ডিমান্ড করে তেমন কো-আর্টিস্ট হলে কাজ করতে অসুবিধা নেই।
নাটকের ক্ষেত্রে কোন বিষয়টি প্রাধান্য দেন? গল্প নাকি নির্মাতা?
বেশির ভাগ সময় গল্পকে প্রাধান্য দিয়ে থাকি। প্রত্যেক শিল্পী চায় ভালো গল্প ও চরিত্রে কাজ করতে।