নির্বাচকদের জন্য বার্সেলোনার একাদশ সাজানো বড্ড কঠিন কাজ। সেখানে তারকা ফুটবলারদের ছড়াছড়ি। তাই ইনজুরি হলেই তার জন্য একাদশ শতভাগ অনিশ্চিত। আবার একাদশে ফেরাও বড় চ্যালেঞ্জ। শতভাগ ফিট না হওয়া পর্যন্ত বিপদের শেষ থাকে না। তবে থাই ইনজুরি থেকে মুক্ত হওয়া বার্সা তারকা জাভিয়ার মাসচেরানোর চাঁদকপাল। বার্সার হয়ে রিয়াল সোসিদাদ সফর করতে যাচ্ছেন তিনি। সর্বশেষ খবর, খেলছেন একাদশেও। গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এলক্লাসিকোয় অংশগ্রহণের সময় ইনজুরির কবলে পড়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। ইনজুরির কারণে রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সাইডবেঞ্চে সময় কাটিয়েছেন তিনি। তবে মাঠে ফিরে পরীক্ষার মুখে পড়তে হচ্ছে না। কারণ নতুন ইনজুরি। এবার সেই ইনজুরির বিপাকে পড়েছেন মিডফিল্ডার সার্জি রবার্তো। তাই মাসচেরানোর মূল একাদশে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত।
সংবাদ শিরোনাম
প্রিন্ট চাঁদকপাল
- Reporter Name
- আপডেট টাইম : ১০:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫
- ৩০৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ