নৌকার জোয়ার দেখে ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা চলছে

হাওর বার্তা ডেস্কঃ নৌকার জোয়ার দেখে বিরোধীপক্ষ নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তাদের এই চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে জানান তিনি।

 বৃহস্পতিবার শেষ দিনের নির্বাচনী প্রচারণার সময় ভাষানটেক এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। আতিকুল ইসলাম বলেন, ‘কোনো অপশক্তি নৌকার গণজোয়ারকে থামিয়ে রাখতে পারবে না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘আমরা শুনেছি বাইরের জেলা থেকে প্রচুর লোকজন এনে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঢুকিয়ে গন্ডগোল করার একটি পাঁয়তারা করা হচ্ছে। সন্ত্রাস করে তারা চাচ্ছে যেন ভোটের পরিবেশ নষ্ট হয়। নৌকার জোয়ার দেখে আমাদের প্রতিপক্ষরা অনেক ধরনের টালবাহানা করছে। তারা দেখেছে আমরা যেখানেই গিয়েছি সেখানেই জনসমুদ্রে পরিণত হয়েছে। এসব দেখে নির্বাচনী পরিবেশ নষ্ট করার পায়তাঁরা করা হচ্ছে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্য আতিকুল ইসলাম বলেন, ‘নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের নৌকার পক্ষে ভোট চাইতে হবে। নৌকার বার্তা উন্নয়নের বার্তা নগরবাসীর কাছে পৌঁছে দিতে হবে। আপনাদের মনে রাখতে হবে নৌকার কোন ব্যাক গিয়ার নেই, নৌকার গিয়ার একটাই। সেটা হল ফ্রন্ট গিয়ার আর ফ্রন্ট গিয়ার মানেই উন্নয়নের গিয়ার।’

ভাষানটেক এলাকার বাসিন্দাদের উদ্দেশ্য আতিকুল বলেন, ‘১ ফেব্রুয়ারি আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হলে কথা দিতে চাই ভাষানটেক এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে, চওড়া রাস্তা হবে। এই এলাকায় অনেক বস্তি এবং বস্তিবাসী থাকেন। তাদের কিভাবে উন্নত জায়গায় বাসস্থান করা যায় সেই বিষয়ে কাজ করবো ইনশাআল্লাহ্‌। আর আমাদের সবাইকে মিলে মাদক নির্মূলে কাজ করতে হবে।’

পথসভায় আওয়ামী লীগ ঢাকা মহানগর কমিটির সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক মান্নান কচি, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল, অভিনেত্রী সুইটি, অভিনেত্রী এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর