বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৯ রানে জয় পেয়েছে রংপুর রাইডার্স।
রংপুরের ১৭৬ রানের জবাবে ঢাকা ১০৭ রানে গুটিয়ে যায়। তিন ম্যাচে রংপুরের এটি দ্বিতীয় জয়, দুই ম্যাচে প্রথম হার ঢাকার।
বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসজয়ী রংপুর আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
রংপুরের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। এছাড়া মোহাম্মদ মিথুন ৩৪ ও লংকান ক্রিকেটার থিসারা পেরেরা করেন ২৭ রান করেন। সাকিব ২৬ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।
জবাবে ঢাকা ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ১৯. ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সাঙ্গাকারা ২৯ ও নাসির ১৫ রান করেন।
রংপরের পক্ষে সাকিব ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৪টি উইকেট নেন।