ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফের নতুন বিতর্কে উর্বশী-নন্দমুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ২ বার

বছরের শুরুতেই বিতর্কে জড়িয়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। ইতোমধ্যে মুক্তি পাওয়া গান ‘দাবিডি দিবিডি’ নেচে প্রবল রোষের মুখে পড়েন উর্বশী ও নন্দমুরি। এবার নতুন করে সেই গানের নাচ নিয়ে বিতর্ক শুরু হলো।

গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, তা গানমুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী ও নন্দমুরি। যদিও বক্স অফিসে ছবি নাকি সফল হয়েছে, এমনই দাবি প্রযোজকদের। এ উপলক্ষ্যে একটি পার্টির আয়োজনও করা হয়। সেখানেই নন্দমুরির ভাবভঙ্গি দেখে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আর এই পার্টিতে স্যাটিনের শাড়িতে হাজির হয়েছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। গানের সাফল্যে অভিনেত্রী কেক কাটেন প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে। তার পরই ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন দুজনে। সেখানেই উর্বশীর সঙ্গে নাচের মূল ভঙিমায় নাচতে শুরু করেন নন্দমুরি। এবার সিনেমায় যা দেখানো হয়েছে, সেটি নিজের মতো করে বদলে নিয়েছেন অভিনেতা। আর অভিনেত্রীর শাড়ির কুঁচির দিকে হাত ছুড়তে থাকেন নন্দমুরি। অভিনেত্রী সরে গেলেও নন্দমুরি নাচ থামাননি।

এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই ফের সমালোচনার ঝড় নেটদুনিয়ায়। শুধু এ ঘটনাই নয়, সিনেমার প্রচারে গিয়ে উর্বশীর হাতে এমন জোরে হাত রাখেন, তাতেও নায়িকার মুখের অভিব্যক্তি বদলে যায়। সেটিই চোখে পড়েছে ভক্ত-অনুরাগীদের। যদিও এ প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি উর্বশী রাউতেলা।

এর আগে ‘দাবিডি দিবিডি’ গানমুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে কমল আর খান মন্তব্য করে লিখেছেন—এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা উচিত এমন নাচ যারা শুট করছেন। তিনি বলেন, সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো। উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে।

এর পরিপ্রেক্ষিতে পাল্টা জবাবে উর্বশী বলেছিলেন— দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি, তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের, যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। তিনি বলেন, আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।

শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটিজেনদের একটি অংশ মন্তব্য করেছেন—এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন? আর অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন। একেবারে জঘন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ফের নতুন বিতর্কে উর্বশী-নন্দমুরি

আপডেট টাইম : ১১:৪৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বছরের শুরুতেই বিতর্কে জড়িয়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। ইতোমধ্যে মুক্তি পাওয়া গান ‘দাবিডি দিবিডি’ নেচে প্রবল রোষের মুখে পড়েন উর্বশী ও নন্দমুরি। এবার নতুন করে সেই গানের নাচ নিয়ে বিতর্ক শুরু হলো।

গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, তা গানমুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী ও নন্দমুরি। যদিও বক্স অফিসে ছবি নাকি সফল হয়েছে, এমনই দাবি প্রযোজকদের। এ উপলক্ষ্যে একটি পার্টির আয়োজনও করা হয়। সেখানেই নন্দমুরির ভাবভঙ্গি দেখে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আর এই পার্টিতে স্যাটিনের শাড়িতে হাজির হয়েছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। গানের সাফল্যে অভিনেত্রী কেক কাটেন প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে। তার পরই ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন দুজনে। সেখানেই উর্বশীর সঙ্গে নাচের মূল ভঙিমায় নাচতে শুরু করেন নন্দমুরি। এবার সিনেমায় যা দেখানো হয়েছে, সেটি নিজের মতো করে বদলে নিয়েছেন অভিনেতা। আর অভিনেত্রীর শাড়ির কুঁচির দিকে হাত ছুড়তে থাকেন নন্দমুরি। অভিনেত্রী সরে গেলেও নন্দমুরি নাচ থামাননি।

এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই ফের সমালোচনার ঝড় নেটদুনিয়ায়। শুধু এ ঘটনাই নয়, সিনেমার প্রচারে গিয়ে উর্বশীর হাতে এমন জোরে হাত রাখেন, তাতেও নায়িকার মুখের অভিব্যক্তি বদলে যায়। সেটিই চোখে পড়েছে ভক্ত-অনুরাগীদের। যদিও এ প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি উর্বশী রাউতেলা।

এর আগে ‘দাবিডি দিবিডি’ গানমুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে কমল আর খান মন্তব্য করে লিখেছেন—এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা উচিত এমন নাচ যারা শুট করছেন। তিনি বলেন, সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো। উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে।

এর পরিপ্রেক্ষিতে পাল্টা জবাবে উর্বশী বলেছিলেন— দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি, তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের, যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। তিনি বলেন, আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।

শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটিজেনদের একটি অংশ মন্তব্য করেছেন—এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন? আর অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন। একেবারে জঘন্য।