মুনাফা থেকে নগদ লভ্যাংশ প্রদান করতে পারবে কোম্পানিগুলো

হাওর বার্তা ডেস্কঃ পুঞ্জিভূত লোকসানে থাকলেও সংশ্লিষ্ট বছরের অর্জিত মুনাফা হতে কোম্পানিগুলো নগদ লভ্যাংশ প্রদান করতে পারবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ ঘোষণা ও বিতরণ সংক্রান্ত একটি নোটিফিকেশন-২০১৮ সালের ২০ জুন প্রকাশ করে। পরবর্তীতে বোনাস শেয়ার সংক্রান্ত আরো একটি নোটিফিকেশন চলতি বছরের ২৩ মে প্রকাশ করে।

এই বিষয়ে বিনিয়োগকারী ও কোম্পানির আবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারী ও শেয়ারবাজারের স্বার্থে অধিকতর স্পষ্ট করার প্রয়োজনে নগদ লভ্যাংশ সংক্রান্ত কমিশনের ব্যাখ্যায় এই তথ্য জানিয়েছে বিএসইসি।

ব্যাখ্যায় বলা হয়েছে- অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন করে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিসমূহ পুঞ্জিভূত লোকসান বিদ্যমান থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট বছরের অর্জিত মুনাফা হতে নগদ লভ্যাংশ সুপারিশ, ঘোষণা ও বিতরণ করতে পারবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর