বশেষ এবারের কোরবানি ঈদে ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবিটি মুক্তি পায় চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর। বর্তমানে নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার নতুন ছবির নাম ‘বীর’। পরিচালনা করছেন কাজী হায়াৎ। এ প্রসঙ্গে বুবলী বলেন, বর্তমানে নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী মাসে ‘বীর‘ ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এটি পরিচালনা করবেন গুণী চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। আমি চাই, ভালো নির্মাতার ভালো গল্পের ছবিতে কাজ করতে। এতে নিজেকে সমৃদ্ধ করতে পারব বলে মনে করি আমি। এ ছবির গল্প ও আমার চরিত্রটি দারুণ চ্যালেঞ্জিং। আশা করি, দর্শকরা ছবিটি পছন্দ করবেন। তিনি আরো বলেন, ভালো গল্পের ছবিতে অভিনয়ের সুযোগটাও থাকে। চেষ্টা করছি সেরা একটা গল্প বাছাই করে সেই গল্পের ছবিতে কাজ করার জন্য। জানা যায়, আগামী ২০শে অক্টোবর থেকে শুরু হবে ‘বীর’ ছবির নতুন অংশের কাজ। এর আগে এফডিসিতে এ ছবির কিছু অংশের শুটিং হয়েছিল। ছবিতে বুবলীর নায়ক হিসেবে দর্শকরা ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে দেখতে পাবেন। এ ছবিতে বুবলীর পাশাপাশি আরিয়ানা জামান নামে নতুন একজন মডেলকে দর্শকরা দেখতে পাবেন। পুবাইল, এফডিসি ও চট্রগ্রামে এ ছবির বাকি কাজ হবে বলে জানিয়েছেন ছবির নির্মাতা কাজী হায়াৎ। এসকে ফিল্মসের ব্যানারে এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, কমল পাটেকর, শিশুশিল্পী সুনানসহ অনেকে।
সংবাদ শিরোনাম
বুবলীর প্রস্তুতি
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
- ২১৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ