কিশোরগঞ্জে ঘুষের টাকাসহ সার্ভেয়ার গিয়াস উদ্দিনকে আটক করেছে দুদক

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে ঘুষ গ্রহণের সময় সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াস উদ্দিনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের পরিচালক কামরুল আহসান মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গিয়াস উদ্দিন আগেও ঘুষ নিয়ে কাজ করতেন। আবদুল হাকিমের কাছ থেকে ঘুষ দাবির বিষয়টি আগেই জানতে পারে দুদক। পরে বুধবার দুপুরে টাকা লেনদেনের সময় সেখানে ওৎ পেতে থাকা দুদকের একটি দল তাকে হাতেনাতে আটক করে।

এ বিষয়ে দুদক আইনে মামলা দায়েরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তরের মাধ্যমে বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে বলে দুদক কর্মকর্তারা জানান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর