বাজপেয়ির পক্ষে ‘মুক্তিযুদ্ধা সম্মাননা’ নিলেন মোদি

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির পক্ষে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ পুরস্কার গ্রহণ করেছেন ঢাকা সফররত দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার দুপুরে বঙ্গভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভারতের প্রধানমন্ত্রীর এ পুরস্কার তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দল নেতা রওশন এরশাদসহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মাননা তুলে দেয়ার সময় রাষ্ট্রপতি বলেন, এই সম্মাননা আপনার (মোদি) তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। আরও বেশি আনন্দিত হতাম যদি তিনি (বাজপেয়ি) নিজেই এই সম্মাননা গ্রহণ করতে পারতেন।

এর আগে দুপুর পৌনে একটার দিকে বঙ্গভবনে পৌঁছান নরেন্দ্র মোদি। এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান। এরপরই দু’জন কিছুক্ষণ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর