ছাত্রীকে রাস্তায় জড়িয়ে ধরল ‘বখাটে

হাওর বার্তা ডেস্কঃ  বিদ্যালয়ে যাওয়া আসার পথে উত্ত্যক্তের হাত থেকে বাঁচতে ৯৯৯-এ ফোন করে ‌‘বখাটের’ হাত থেকে রক্ষা পেয়েছে ঝালকাঠির রাজাপুরের এক এসএসসি পরিক্ষার্থী।

অভিযুক্ত নাঈম কাজী (১৯) নামে ওই যুবককে বুধবার উপজেলার সাতুরিয়া এলাকা থেকে আটক করেছে পুলিশ। নাঈম
উপজেলার সাতুরিয়া গ্রামের ফিরোজ কাজীর ছেলে।

ওই মেয়ের পরিবার জানান, সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেবে ওই ছাত্রী। কিন্তু বিদ্যালয়ে যাওয়া আসার সময় দীর্ঘদিন ধরে ‘বখাটে’ নাঈম তাকে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার বিদ্যালয়ের ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে নাঈম তাকে জড়িয়ে ধরে। স্থানীয়রা এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। পরে বাড়ি ফেরার পথে নাঈম ওই ছাত্রীকে পথরোধ করে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে নানা ধরনের হুমকি দেয়।

নিরুপায় হয়ে পুলিশের ৯৯৯ নম্বরে ফোন দেয় পরীক্ষার্থীর পরিবার। পরে রাজাপুর থানা-পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ইভটিজিংয়ের (উত্ত্যক্ত) মামলায় ইমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর