২০২৫ সালে পঞ্চম পরমাণু শক্তিধর হবে পাকিস্তান

২০২৫ সাল নাগাদ বিশ্বের পঞ্চম পরমাণু শক্তিধর দেশে পরিণত হবে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ এক শীর্ষ বিশেষজ্ঞ দল এ কথা জানিয়েছে। খবর এনডিটিভির।

দ্রুত বিস্তার লাভ করা দেশটির পরমাণু অস্ত্রাগার হাইলাইট করে এ কথা জানিয়েছে বিশেষজ্ঞ দলটি। ভারতের আক্রমণ থেকে রক্ষা পেতে নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধি করার ঘোষণা দেয়ার ১ দিন পর এমন খবর পেল পাকিস্তান।

পাকিস্তান পরমাণু শক্তির ২০১৫-এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশটিতে ১১০ থেকে ১৩০ ওয়ারহেডস পরমাণু অস্ত্র রয়েছে। ২০১১ সালে যার পরিমাণ ছিল ৯০-১১০। ২০২৫ সাল নাগদ দেশটি পরমাণু ওয়ারহেডসের পরিমাণ ২২০-২৩০ এ উন্নতি করা হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

প্রতিবেদনটির গবেষক হ্যান্স এম ক্রিসটেনসেন বলেন, পরবর্তী ১০ বছরে পাকিস্তানের অপারেটিং প্লুটোনিয়াম উৎপাদন চুল্লি, ইউরেনিয়ামের মজুদ অনেক গুণ বৃদ্ধি পাবে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতকে মোকাবিলা করার জন্য পাকিস্তান ১০টি শর্ট টাইম টেকনিক্যাল পারমাণবিক অস্ত্র তৈরি করেছে।

এদিকে ভারত বলছে, তারা পাকিস্তানের চেয়ে চীনের পারমাণবিক পরিকল্পনার দিকে বেশি দৃষ্টি দিচ্ছে।

প্রতিবেদেনে এছড়াও বলা হয়, পাকিস্তান পারমাণবিক শক্তি বৃদ্ধির পাশাপাশি সাগর-ভিত্তিক পারমাণবিক তথা সাবমেরিন শক্তি বৃদ্ধি করছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর