বয়স ১শ’র ওপরে কিন্তু কাজে তিনি এখনো তরুণী! যুক্তরাষ্ট্রের নাগরিক ফেলিমিনা রোতুনদোর জন্ম ১৯১৫ সালে। এ বছর তিনি পা রেখেছেন একশ’তে। এ বয়সে অবসরে যাওয়ার কথা থাকলেও অন্য তরুণীদের মতো দিব্যি ব্যস্ত সময় পার করছেন তিনি। নিউইয়র্কের বাফেলো শহরের এ বাসিন্দা স্থানীয় এক লন্ড্রির দোকানে গত ৪০ বছর ধরে সপ্তাহের ৬ দিন নিরলস কাজ করে চলছেন। তার কর্মশক্তির রহস্য উল্লেখ করার মত। দীর্ঘ অভিজ্ঞতার কারণে ড্রাইক্লিন বিভাগটি পরিচালনায় তার রয়েছে দারুণ পারদর্শিতা। তবে এই শতবর্ষী নারীর ক্যারিয়ারের বয়স ৮৫ বছর। শুরু থেকেই কাজকে বেশ উপভোগ করেন তিনি। যদিও স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে ৭৫ বছরকে অবসরের উপযুক্ত বয়স হিসেবে মনে করেন ফেলিমিনা।
সংবাদ শিরোনাম
শতবর্ষী বৃদ্ধা যেন এখনো তরুণী
- Reporter Name
- আপডেট টাইম : ১১:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫
- ২৩৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ