ভুলের হ্যাটট্রিক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলে মন্তব্য রেলমন্ত্রী মুজিবুল হকের। এ কারণে খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গন থেকে দূরে সরে গেছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে উদ্দেশ করে মুজিবুল হক বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি না এসে প্রথম ভুল করেছেন। দ্বিতীয় ভুল করেছেন প্রাণনাশী হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। তৃতীয়টি তার মদদে বিদেশি নাগরিক হত্যা করে ভুলের হ্যাটট্রিক করেছেন তিনি। জনগণ খালেদা জিয়াকে লাল কার্ড দেখিয়েছে। আওয়ামী লীগ সরকার সংবাদিকবান্ধব— এমন দাবি করে রেলমন্ত্রী বলেন, সাংবাদিকদের অবাধে কাজ করার স্বাধীনতা দিয়েছে এ সরকার। কিন্তু খালেদা জিয়ার আমলে সাংবাদিকরা ছিল নির্যাতিত, নিপীড়িত। সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ জাকারিয়া কাজল, লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সোলাইমান রুবেল প্রমুখ।
সংবাদ শিরোনাম
খালেদা জিয়াকে লাল কার্ড দেখিয়েছে
- Reporter Name
- আপডেট টাইম : ১০:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫
- ২৬৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ