আমার মতো নির্যাতিত নেতা আর একজনও নেই: জন্মদিনে এরশাদ

হাওর বার্তা ডেস্কঃ আমার মতো নির্যাতিত, নিপীড়িত নেতা বাংলাদেশে আর একজনও নেই’। ৯০ তম জন্মদিন পালন অনুষ্ঠানে এ কথা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

আজ বুধবার (২০ মার্চ) গুলশান ১ এর ইমানুয়েল কনভেনশন সেন্টারে জন্মদিনের এই অনুষ্ঠানের আয়োজন করে দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে হুইল চেয়ারে আসেন এরশাদ।

এ সময় তিনি বলেন, ‘এ দেশে আমার মতো অত্যাচারিত, নিষ্পেষিত ব্যক্তি আর নেই। আমার বিপক্ষে রায় দেওয়ার জন্য ৭ বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে আমাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে। অত্যাচার আমাকে দমাতে পারে নাই।’

শত অত্যাচার ও অবিচারের পরও জাতীয় পার্টি ‘টিকে রয়েছে’ বলে উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘দীর্ঘ অত্যাচারে যে জাতি টিকে থাকে, সে জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। আমাদেরকেও শেষ করতে পারবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘তোমরা দলকে আরও শক্তিশালী করো। ইনশাল্লাহ আগামীতে এ জাতীয় পার্টি ক্ষমতার দ্বারপ্রান্তে যাবে। জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর