ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিপাইনের জালে বাংলাদেশের মেয়েদের গোল ‍উৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ফিলিপাইনের জালে গোল ‍উৎসব বাংলাদেশের মেয়েদের। ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই ছয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেন মারিয়া-শামসুন্নাহাররা। দ্বিতীয়ার্ধে হলো আরও চার গোল।

মিয়ানমারের মানডালার থিরি স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ ১০-০ গোলে জিতে বাংলাদেশ।আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে গোলাম রব্বানি ছোটনের দল।দ্বিতীয় মিনিটে ডিফেন্ডার শামসুন্নাহারের ক্রসে প্লেসিং শটে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড শামসুন্নাহার (জুনিয়র)।

এরপর সাত মিনিটের মধ্যে তিন গোল করে বাংলাদেশ। সপ্তদশ মিনিটে মারিয়া মান্ডার বাড়ানো বল গোলরক্ষক বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান তহুরা খাতুন। পরের মিনিটে মারিয়ার কর্নারে ফরোয়ার্ড শামসুন্নাহারের হেড জালে জড়ায়। ২৪তম মিনিটে হেডে স্কোরলাইন ৪-০ করেন তহুরা। ৩৭তম মিনিটে সতীর্থের বাড়ানো ক্রসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তহুরা। ৪১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়ান শামসুন্নাহার সিনিয়র।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আরও দুই গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে বাছাইয়ের প্রথম রাউন্ডে ‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ। ৪৭তম মিনিটে নীলুফার ইয়াসমিন নীলা ও ৫৮ মিনিটে আনুচিং মোগিন গোল করেন।

৬৪তম মিনিটে ডান পায়ের দূরপাল্লার শটে মারিয়া জাল খুঁজে নিলে স্কোরলাইন হয় ৯-০। শেষ দিকে আনুচিংয়ের লক্ষ্যভেদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফিলিপাইনের জালে বাংলাদেশের মেয়েদের গোল ‍উৎসব

আপডেট টাইম : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ফিলিপাইনের জালে গোল ‍উৎসব বাংলাদেশের মেয়েদের। ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই ছয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেন মারিয়া-শামসুন্নাহাররা। দ্বিতীয়ার্ধে হলো আরও চার গোল।

মিয়ানমারের মানডালার থিরি স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ ১০-০ গোলে জিতে বাংলাদেশ।আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে গোলাম রব্বানি ছোটনের দল।দ্বিতীয় মিনিটে ডিফেন্ডার শামসুন্নাহারের ক্রসে প্লেসিং শটে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড শামসুন্নাহার (জুনিয়র)।

এরপর সাত মিনিটের মধ্যে তিন গোল করে বাংলাদেশ। সপ্তদশ মিনিটে মারিয়া মান্ডার বাড়ানো বল গোলরক্ষক বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান তহুরা খাতুন। পরের মিনিটে মারিয়ার কর্নারে ফরোয়ার্ড শামসুন্নাহারের হেড জালে জড়ায়। ২৪তম মিনিটে হেডে স্কোরলাইন ৪-০ করেন তহুরা। ৩৭তম মিনিটে সতীর্থের বাড়ানো ক্রসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তহুরা। ৪১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়ান শামসুন্নাহার সিনিয়র।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আরও দুই গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে বাছাইয়ের প্রথম রাউন্ডে ‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ। ৪৭তম মিনিটে নীলুফার ইয়াসমিন নীলা ও ৫৮ মিনিটে আনুচিং মোগিন গোল করেন।

৬৪তম মিনিটে ডান পায়ের দূরপাল্লার শটে মারিয়া জাল খুঁজে নিলে স্কোরলাইন হয় ৯-০। শেষ দিকে আনুচিংয়ের লক্ষ্যভেদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।