পেপ গার্দিওলার সঙ্গে তার স্ত্রী ক্রিস্তিনা সেরার ৩০ বছরের সম্পর্কের ভাঙন হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
ভীষণ বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলার ২০১৪ সালে সেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তারা একসঙ্গে থাকা শুরু করেন ১৯৯৪ সাল থেকে। তাদের সংসারে তিনটি কন্যা সন্তান রয়েছে।
পেপ ও সেরাকে দম্পতি হিসেবে থাকলেও গত ৫ বছর একই শহরে থাকেননি। যেখানে গত বছরের ডিসেম্বরে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।