ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২০১৯ সালে নির্বাচন হলে শেখ হাসিনার অধীনেই হবে : নাসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ২২৯ বার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে বাংলার মাটিতে আবারো নির্বাচন হলে অন্য কারো অধীনে নয়, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। কারণ, শেখ হাসিনার সরকার দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে। নারীর ক্ষমতায়ন করেছে। আর আবার নির্বাচন হলে আওয়ামী লীগই জয়ী হবে এবং শেখ হাসিনাই সরকার গঠন করবেন। বাংলার মানুষই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় বীর শহীদ ময়েজ উদ্দিনের ৩১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের শহীদ ময়েজ উদ্দিন মুক্তমঞ্চে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ তাজউদ্দিন আহমেদ, শহীদ আহসান উল্লাহ মাস্টারের গাজীপুর ও শহীদ ময়েজ উদ্দিন আহমেদের কালীগঞ্জে দাঁড়িয়ে বলছি যারা বিদেশিদের হত্যা করে শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার চেষ্ঠা করেছে তাদের এই বাংলার মাটিতেই গ্রেফতার করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমতউল্লাহ খান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম প্রমুখ। এ সময় কেন্দ্রীয়, জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল সহকারে স্মরণ সভায় যোগদেয়। এক পর্যায়ে স্মরণ সভা পরিণত হয় বিশাল জনসভায়।
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেন, ১৯৭১ সালে শহীদ ময়েজউদ্দিন এই বাংলার জন্য মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করেছেন। আর সেই মাটিতেই তিনি নিজের বুকের তাজা রক্ত ঝড়িয়েছেন।
হাছান মাহমুদ এমপি বলেন, জাতির জনককে হত্যা করার পর যে কয়েকজন নেতৃবৃন্দ প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ ময়েজ উদ্দিন। তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকেও সুসংগঠিত করেছিলেন।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, জাতির জনককে আমরা ধরে রাখতে পারিনি বাঙালি হিসেবে এটা আমাদের ব্যর্থতা। কিন্তু তারই কন্যা শেখ হাসিনা সোনার বাংলার হাল ধরেছেন। তার মেধা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছেন। আর তারই ফল হিসেবে তিনি বার বার পুরস্কৃত হচ্ছেন। কিন্তু একটি মহল শেখ হাসনিার এই উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশে বসে বিদেশিদের হত্যার পরিকল্পনা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

২০১৯ সালে নির্বাচন হলে শেখ হাসিনার অধীনেই হবে : নাসিম

আপডেট টাইম : ১২:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে বাংলার মাটিতে আবারো নির্বাচন হলে অন্য কারো অধীনে নয়, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। কারণ, শেখ হাসিনার সরকার দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে। নারীর ক্ষমতায়ন করেছে। আর আবার নির্বাচন হলে আওয়ামী লীগই জয়ী হবে এবং শেখ হাসিনাই সরকার গঠন করবেন। বাংলার মানুষই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় বীর শহীদ ময়েজ উদ্দিনের ৩১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের শহীদ ময়েজ উদ্দিন মুক্তমঞ্চে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ তাজউদ্দিন আহমেদ, শহীদ আহসান উল্লাহ মাস্টারের গাজীপুর ও শহীদ ময়েজ উদ্দিন আহমেদের কালীগঞ্জে দাঁড়িয়ে বলছি যারা বিদেশিদের হত্যা করে শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার চেষ্ঠা করেছে তাদের এই বাংলার মাটিতেই গ্রেফতার করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমতউল্লাহ খান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম প্রমুখ। এ সময় কেন্দ্রীয়, জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল সহকারে স্মরণ সভায় যোগদেয়। এক পর্যায়ে স্মরণ সভা পরিণত হয় বিশাল জনসভায়।
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেন, ১৯৭১ সালে শহীদ ময়েজউদ্দিন এই বাংলার জন্য মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করেছেন। আর সেই মাটিতেই তিনি নিজের বুকের তাজা রক্ত ঝড়িয়েছেন।
হাছান মাহমুদ এমপি বলেন, জাতির জনককে হত্যা করার পর যে কয়েকজন নেতৃবৃন্দ প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ ময়েজ উদ্দিন। তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকেও সুসংগঠিত করেছিলেন।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, জাতির জনককে আমরা ধরে রাখতে পারিনি বাঙালি হিসেবে এটা আমাদের ব্যর্থতা। কিন্তু তারই কন্যা শেখ হাসিনা সোনার বাংলার হাল ধরেছেন। তার মেধা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছেন। আর তারই ফল হিসেবে তিনি বার বার পুরস্কৃত হচ্ছেন। কিন্তু একটি মহল শেখ হাসনিার এই উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশে বসে বিদেশিদের হত্যার পরিকল্পনা করছে।