কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লার নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বেগম জিয়ার আইনজীবী বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, গত ২৮ নভেম্বর হাইকোর্ট কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়াকে জামিন দেন। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত জামিন স্থগিত করেনি। রাষ্ট্রপক্ষ আজ সময় চায় লিভ টু আপিল দায়েরের। আপিল বিভাগ সময় মঞ্জুর করে বিএনপি চেয়ারপারসনের জামিন বহাল রাখেন।

২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় এ মামলা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর