হাওর বার্তা ডেস্কঃ বার্ধক্যজনিত কারণে গত তিন দিন ধরে গুরুতর অসুস্থ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। মালেকা বেগমের অসুস্থতার খবর শুনে তাকে দেখতে যান ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব। তিনি মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার আশ্বাস দেন।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার ৯৩ বছর বয়সী মালেকা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারিরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান তারা। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে পরিবার।