কিশোরগঞ্জ-২ আসনের নৌকায় ভোট চাইলেন এমপি সোহ্‌রাব

হাওর বার্তা ডেস্কঃ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন।

গতকাল পাকুন্দিয়া মহিলা আদর্শ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সমস্যাসমূহ নিশ্চিতকরণ ও সমাধানের উপায় নির্ধারণে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসব কথাগুলো বলেন।

উপজেলা শিক্ষা অফিসার ফাইজ উদ্দীন আকন্দের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নূূরে আলম ভূঁইয়া, আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজহারুল ইসলাম পলাশ ও আবুল কালাম, সহকারী শিক্ষক খালেকুল ইসলাম ঈদুল, মাহমুদা আক্তার প্রমুখ।

এসময় পাকুন্দিয়া আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, কলেজ গভর্নিং বডির সভাপতি ও নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, হোসেন্দী ইউপি চেয়ারম্যন মজিবুর রহমান হামদু, আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি আব্দুল হাকিম, জেলা যুবলীগ নেতা সাবেক ভিপি ফরিদ উদ্দিন ও উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ ও আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর