বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৩৫তম বিসিএস পরীক্ষা ২০১৪ এর প্রিলিমিনারি টেস্ট-এ উত্তীর্ণ এবং লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মধ্যে কতিপয় প্রার্থীর আবেদনপত্রের (BPSC Form-2) সাথে প্রয়োজনীয় সনদপত্র বা কাগজপত্র বা ডকুমেন্টস্ না থাকায় তাদেরকে আগামী ২২ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র জমাদান করতে বলা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস্ আগামী ২২ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকাস্থ প্রধান কার্যালয়ে পরিচালক, বিসিএস পরীক্ষা দফতরে জমা প্রদান করতে বলা হয়েছে।
কমিশন কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে কাগজপত্র জমাদান এবং তথ্য বিভ্রাট সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।