হোসেনপুর পাট চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা

হাওর বার্তা ডেস্কঃ হোসেনপুরে পাট চাষে কৃষকরা লাভবান হচ্ছে। পাট জাত পন্যের চাহিদা এবং দাম বৃদ্ধি পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এ বছর হোসেনপুর উপজেলায় পাটের আবাদ বেশী হয়েছে। এক সময় দেশের প্রধান অর্থকারী ফসল ছিলো পাট। বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশীক মুদ্রা অর্জন করা হত এ পাট থেকে। তাই পাটকে সোনালি আঁশ বলা হয়।

বর্তমানে গ্রামঞ্চলের কৃষকরা পাট চাষে লাভবান হওয়ায় আবাদি ও অনাবাদি জমিতে বিভিন্ন জাতের তুষা, বট ও দেশীয় জাতের পাট বপন করে। হোসনেপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এ বছর উপজেলার একটি পৌরসভা সহ ছয়টি ইউনিয়নে মোট ১ হাজার ৭ শত হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে।

ধুলজরী গ্রামের কৃষক আব্দুল মালেক জানান, এ বছর বৃষ্টির পরিমান কম থাকায় ডোবা এবং জমির অল্প পানিতে পাট জাঁক দিতে সমস্যা হয়েছে, কিন্তু বাজারে দাম ভাল থাকায় কৃষকরা খুশি। বাজারে প্রতি মন পাট ১৬শত থেকে ১৮শত টাকা ধরে পাট বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ইমরুল কায়েস জানান, আবহাওয়া অনুকুল ও রোগ বালাই কম থাকায় পাটের উৎপাদন ভাল হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর