হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরের কাহারোলে নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর আগুন লেগে দুই চালক দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পীরেরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ট্রাকচালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মিলন (৪০)। বাড়ি যশোরের নওপাড়ায়।
কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার রুহুল আমীন জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী নৈশ কোচ কেয়া পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৪০) এবং বিপরীতমুখী একটি ট্রাকের (যশোহর-ড-১১-৪১৩২) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকে আগুন লেগে যায়।
এতে ঘটনাস্থলেই পুড়ে মারা যান বাস ও ট্রাকের দুই চালক। পরে রাত ১০টা ২২ মিনিটে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। কাহারোল থানার ওসি আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এ দিকে এই ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। রাত ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।