ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে আসছে দেশীয় কোম্পানির সোলার চালিত ল্যাপটপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮
  • ৪৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সোলার চালিত ল্যাপটপ তৈরি করছে দেশীয় তথ্যপ্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেটাসফট সিস্টেম লিমিটেড। এ বছরের ডিসেম্বরে বিজয় দিবসে বাজারে আসছে দেশীয় প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি প্রথম সোলার চালিত এই ল্যাপটপ।

মূলত দেশের গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এটি বানানো হয়েছে, যেখানে বিদ্যুৎ ততটা সহজলভ্য নয়। তাছাড়া প্রত্যন্ত গ্রামে মানুষের কেনার সক্ষমতাও কম। তাই এর বিক্রয়মূল্য হবে সাশ্রয়ী। জানা গেছে, ২২ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে তালপাতা ব্র্যান্ডের ল্যাপটপ।

ডেটাসফটের ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বিলিং এর ব্যবস্থাপনা পরিচালক হাসান রতন সাংবাদিককে বলেন, গ্রামের মানুষের জন্যই আমরা এই ল্যাপটপ তৈরি করেছি। তালপাতা ল্যাপটপটি ধূলাবালি ও পানি রোধী। তাছাড়া এটি হাত থেকে পড়লে ভাঙবে না।

‘তালপাতা’ ব্র্যান্ডের ল্যাপটপটি তৈরি হচ্ছে টেক জায়ান্ট ডেটাসফটের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্কে। পরীক্ষামূলকভাবে তৈরি এই ল্যাপটপ ব্যবহারও করছে কোম্পানিটি। সফল হলে আগামী ডিসেম্বরে বিজয় দিবসে এটি বাজারজাত করা হবে।

‘তালপাতা ক’ ল্যাপটপ ৮ ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। তবে ভিডিও দেখা, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করলে সেক্ষেত্রে এই ব্যাকআপের মাত্রা কমে যাবে। পাশাপাশি ‘তালপাতা ব’ নামে আরেকটি ল্যাপটপ তৈরি করছে তারা। তালপাতা ব ল্যাপটপটি ব্যবসায়িক কাজে ব্যবহারের উপযোগী হিসেবে বানানো হয়েছে। এটিও বিদেশি নামি-দামি ব্র্যান্ডের মত সেবা দেবে। তবে দাম পড়বে দামি ব্র্যান্ডের চেয়ে কম।

সৌদি আরবের মক্কায় পানি সমস্যার সমাধানও দিচ্ছে বাংলাদেশী টেক জায়ান্ট ডেটাসফট। সম্প্রতি ডেটাসফটের আইওটি (ইন্টারনেট অব থিংস) ডিভাইসের প্রথম শিপমেন্ট সৌদি আরবে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাজারে আসছে দেশীয় কোম্পানির সোলার চালিত ল্যাপটপ

আপডেট টাইম : ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ সোলার চালিত ল্যাপটপ তৈরি করছে দেশীয় তথ্যপ্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেটাসফট সিস্টেম লিমিটেড। এ বছরের ডিসেম্বরে বিজয় দিবসে বাজারে আসছে দেশীয় প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি প্রথম সোলার চালিত এই ল্যাপটপ।

মূলত দেশের গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এটি বানানো হয়েছে, যেখানে বিদ্যুৎ ততটা সহজলভ্য নয়। তাছাড়া প্রত্যন্ত গ্রামে মানুষের কেনার সক্ষমতাও কম। তাই এর বিক্রয়মূল্য হবে সাশ্রয়ী। জানা গেছে, ২২ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে তালপাতা ব্র্যান্ডের ল্যাপটপ।

ডেটাসফটের ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বিলিং এর ব্যবস্থাপনা পরিচালক হাসান রতন সাংবাদিককে বলেন, গ্রামের মানুষের জন্যই আমরা এই ল্যাপটপ তৈরি করেছি। তালপাতা ল্যাপটপটি ধূলাবালি ও পানি রোধী। তাছাড়া এটি হাত থেকে পড়লে ভাঙবে না।

‘তালপাতা’ ব্র্যান্ডের ল্যাপটপটি তৈরি হচ্ছে টেক জায়ান্ট ডেটাসফটের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্কে। পরীক্ষামূলকভাবে তৈরি এই ল্যাপটপ ব্যবহারও করছে কোম্পানিটি। সফল হলে আগামী ডিসেম্বরে বিজয় দিবসে এটি বাজারজাত করা হবে।

‘তালপাতা ক’ ল্যাপটপ ৮ ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। তবে ভিডিও দেখা, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করলে সেক্ষেত্রে এই ব্যাকআপের মাত্রা কমে যাবে। পাশাপাশি ‘তালপাতা ব’ নামে আরেকটি ল্যাপটপ তৈরি করছে তারা। তালপাতা ব ল্যাপটপটি ব্যবসায়িক কাজে ব্যবহারের উপযোগী হিসেবে বানানো হয়েছে। এটিও বিদেশি নামি-দামি ব্র্যান্ডের মত সেবা দেবে। তবে দাম পড়বে দামি ব্র্যান্ডের চেয়ে কম।

সৌদি আরবের মক্কায় পানি সমস্যার সমাধানও দিচ্ছে বাংলাদেশী টেক জায়ান্ট ডেটাসফট। সম্প্রতি ডেটাসফটের আইওটি (ইন্টারনেট অব থিংস) ডিভাইসের প্রথম শিপমেন্ট সৌদি আরবে যায়।