হাওর বার্তা ডেস্কঃ পুলিশের আলোচিত সেই ডিআইজি মিজানুর রহমান তার ব্যক্তিগত পিস্তলের গুলি কেনার অনুমতি চেয়ে মাগুরায় আবেদন করেছেন। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক বরাবর তিনি এ আবেদন করেন। ১৯৯৮ সালে মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত অবস্থায় তিনি একটি এনপিবি পিস্তল লাইসেন্স নং-০৬/মাগুরা/১৯৯৮ প্রাপ্ত হন। গত ২৩/০৫/২০১১ তারিখে একটি নতুন মডেলের একটি পিস্তল কেনেন। ওই পিস্তলের জন্য তিনি বিধি মোতাবেক ৪০ রাউন্ড গুলি কেনার অনুমতি চেয়ে আবেদন করেন।
এ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা হচ্ছে। অস্ত্রের মুখে নারী অপহরণসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ তদন্তাধীন থাকার পরও তিনি অস্ত্রের লাইসেন্স ও গুলি কিনতে পারবেন কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ প্রসঙ্গে মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি ডিআইজি মিজানুর রহমানের আবেদনের বিষয়টি স্বীকার করেন।