খালেদা জিয়াকে কারামুক্ত করতে আন্দোলনের বিকল্প দেখছে না বিএনপি

হাওর বার্তা ডেস্কঃ খালেদা জিয়াকে কারামুক্ত করতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে থাকা বিএনপি এখন মনে করছে যে, আন্দোলন ছাড়া নেত্রীকে মুক্ত করা যাবে না।

শনিবার বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই বিক্ষোভে ফেটে পড়ুন, উঠে দাঁড়ান, জাগ্রত হউন। আন্দোলন, আন্দোলন, আন্দোলন। গণতন্ত্রের মাতাকে মুক্ত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই।’

‘শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রীকে কারামুক্ত করব এবং এদের (আওয়ামী লীগ) পতন ঘটাব আমরা”, বলেন বিএনপির এই নেতা। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এ আয়োজন করে বিএনপি।

‘শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক’ আন্দোলনের মধ্য দিয়েই সরকারের পতন ঘটানোর প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির মহাসচিব বলেন, ‘বাধ্য করা হবে দেশনেত্রীসহ আমাদের সকল রাজবন্দিদের মুক্তি দিতে। দেশের মানুষ অপেক্ষা করছে, সুযোগ পেলে এই সরকারকে চিরতরে উৎখাত করবে।’

মির্জা ফখরুল সারা দিন মিথ্যা কথা বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী নিজে যেটা করেন, তিনি মনে করেন, সেটা অন্যরাও করছে।’ আওয়ামী লীগ গণতন্ত্রের চেতনাকে সম্পূর্ণ ধ্বংস করেছে বলেও দাবি করেন বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায় করেই আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে, সেই নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া। তাকে ছাড়া এ দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’

সভায় আরো বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর