প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। আজকের শিশুরাই ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশ সেবায় অংশগ্রহণ করবে। এ জন্য সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করতে শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে।
সোমবার দুপুরে মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী শফিউদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বিদ্যালয়ে অবস্থান করে প্রজেক্টরের মাধ্যমে ক্লাশ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। মন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনে ডাক্তার, ইঞ্জিয়ার হবে। তাই তাদের সঠিক লাইনে পড়াতে হবে। তবে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার আগে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হওয়ার জন্য তিনি উপদেশ দেন।
তিনি বলেন, দেশের মানুষের এখন আর ভাতের অভাব নেই। এখন তাদের অভাব রয়েছে একটি করে ল্যাবটব ও উন্নত চিকিৎসার। সরকার সে অভাব পূরণেও কাজ করছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মেহেরুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইলের এডিসি (শিক্ষা) মুনিরা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক প্রমুখ।