hdr

কিশোরগঞ্জের বিদ্যানীড়ের শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নিলেন রাষ্ট্রপতিপুত্র তুহিন

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পথশিশুদের বিদ্যাপিঠ বিদ্যানীড়ের শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক ও রাষ্ট্রপতির ছেলে রাসেল আহমেদ তুহিন।

এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার দুপুরে পৌরসভার নগর মাতৃসদন হাসপাতাল হলরুমে অধ্যায়নরত বিদ্যানীড়ের শিক্ষার্থীদের দেখতে যান তিনি। এসময় শিক্ষার্থীরা তাঁকে শুভেচ্ছা জানান।

পরে রাষ্ট্রপতির ছেলে রাসেল আহমেদ তুহিন শিক্ষার্থীদের পড়াশোনা দেখে তাদের লেখাপড়ার দায়িত্ব নেন।
এসময় যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ সুলতান রাজন, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গনি ঢালী লিমন, সহ-সভাপতি মাহফুজুর রহমান রাজীব, আলমগীর হোসেন টুটুল, পল্লব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক হেভেন, ওবায়দুল্লাহ খান রোমান, তানভীর আহমেদ, বিদ্যানীড়ের প্রতিষ্ঠাতা ও জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক উপ-সম্পাদক মৌসুমী রিতু, বিদ্যানীড়ের শিক্ষক শাকিলা, আরাফাত প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর