ভ্যাট প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। বিভিন্ন স্লোগানের মাধ্যমে সরকারের প্রতি ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় তারা।
গতকালও তারা ভ্যাট প্রত্যাহারের দাবিতে রামপুরায় সড়ক অবরোধ করেছিল। সে সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বর্তমানে যে টিউশন ফি দেন তার মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তাই শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ার কোনো সুযোগ নেই।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আদায় বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আজ বৃহস্পতিবার এক ব্যাখ্যায় এ কথা বলা হয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ ব্যাখ্যায় স্বাক্ষর করেন।
ব্যাখ্যায় বলা হয়েছে, নতুন করে শিক্ষার্থীদের ভ্যাট আরোপ করা হয়নি। ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনোক্রমেই শিক্ষার্থীদের নয়।
এদিকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর রামপুরা, কুড়িল, বিশ্বরোড, শান্তিনগর মোড় ধানমণ্ডি, আসাদগেট, কলাবাগানসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কিছু এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল।
শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমাদের অধিকার। যতদিন পর্যন্ত সরকার ভ্যাট প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।