হাওর বার্তা ডেস্কঃ টঙ্গীর তুরাগ তীরে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হতে আর মাত্র কয়ক মিনিট বাকি। আজ রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এ মোনাজাত শুরুর কথা রয়েছে।
মুসল্লিদের ভিরে কানায় কানায় পূর্ণ ইজতেমার ময়দান। এরইমধ্যে মোনাজত ঘিরে মানুষের ঢল নেমেছে ইজতেমার ময়দানের আশপাশ একালায়। ভোর থেকে বিভিন্ন বয়সের মানুষ আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে টঙ্গী তুরাগ তীরে উদ্দেশে রওনা দেন।
আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য বিভিন্ন বয়সের মুসল্লিদের ঢল নামে ইজতেমার ময়দানে। ইজতেমা ময়দানসহ উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গীবাজার, টঙ্গী স্টেশন রোড, চেরাগআলী জনসমুদ্রে পরিণত হয়। ধর্মপ্রাণ মুসল্লির মুখে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ইজতেমা ময়দান। লাখো মানুষ ট্রেন, বাস, ট্রাক, স্কুটার, মোটরবাইক, নৌকা কেউ বা হেঁটে ইজতেমায় যোগ দিচ্ছেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছেন। ইজতেমা ময়দানকে ঘিরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য কাজ করছেন।
এর আগে প্রথম পর্বের আখেরি মোনাজাত গত রোববার (১৫ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় বাংলায় হয়েছিল। প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেছিলেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জোবায়ের।