ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ফেরত নেয়ার বাংলাদেশের সাথে মিয়ানমারের সমঝোতা বিষয়ে সন্দেহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
  • ৩০৬ বার
হাওর বার্তা ডেস্কঃ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ডেপুটি হাইকমিশনার রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেয়ার প্রশ্নে বাংলাদেশের সাথে মিয়ানমারের সমঝোতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি এই মন্তব্য করলেন, যখন বাংলাদেশের সরকার সে দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ডেপুটি হাইকমিশনার কেট গিলমোর বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের সেখানে ফেরত পাঠানোর আগে দেখা দরকার যে ফিরে গিয়ে তারা আবার সহিংসতা নির্যাতনের শিকার হবে কীনা। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে সমঝোতার ভিত্তিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে সেই সমঝোতা কতটা টিঁকবে, সেটা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘চার মাস আগে গত অগাস্টে যে সংকট শুরু হয়েছিল, সেটা যে কত তীব্র ছিল, আমরা যদি সেটা বিবেচনা করি, আমাকে বলতে হবে রুয়ান্ডার গণহত্যার পর এত দ্রুত এত বিপুল সংখ্যক মানুষকে আমরা ঘরবাড়ি ছাড়া হতে দেখিনি।’
কেট গিলামোর আরও বলেন, ‘রোহিঙ্গারা যে কী ভীষণ নিষ্ঠুরতার শিকার হয়েছে, সেটা আসলে অনুমান করা পর্যন্ত কঠিন। কাজেই মাত্র কয়েক মাসের ব্যবধানে এই লাখ লাখ শরণার্থী তাদের বাড়িঘরে ঠিকমত ফিরে যেতে পারে, এটা কল্পনা করতে গেলেও আপনার বিশ্বাসে বিরাট বড় একটা উল্লম্ফনের দরকার হবে।’ তিনি বলেছেন, মিয়ানমারে কী ঘটেছে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোন নিরপেক্ষ তদন্ত হয়নি, এই ঘটনার জন্য কাউকে জবাবদিহিতার মুখোমুখি করার কোন চেষ্টা করা হয়নি। ‘এমনকি এই শরণার্থীরা ফিরে গেলে তারা যে আবারও একই ধরণের ঘটনার শিকার হবে না, সেটার পর্যন্ত কোন নিশ্চয়তা নেই।’
বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের এক বৈঠক থেকে যেসব রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে তাদের একটি তালিকা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ সরকারের রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক কমিশনারকে। পররাষ্ট্র সচিব শহিদুল হক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই তালিকা তৈরি করা হবে।-বিবিসি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রোহিঙ্গাদের ফেরত নেয়ার বাংলাদেশের সাথে মিয়ানমারের সমঝোতা বিষয়ে সন্দেহ

আপডেট টাইম : ১০:৩৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
হাওর বার্তা ডেস্কঃ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ডেপুটি হাইকমিশনার রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেয়ার প্রশ্নে বাংলাদেশের সাথে মিয়ানমারের সমঝোতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি এই মন্তব্য করলেন, যখন বাংলাদেশের সরকার সে দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ডেপুটি হাইকমিশনার কেট গিলমোর বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের সেখানে ফেরত পাঠানোর আগে দেখা দরকার যে ফিরে গিয়ে তারা আবার সহিংসতা নির্যাতনের শিকার হবে কীনা। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে সমঝোতার ভিত্তিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে সেই সমঝোতা কতটা টিঁকবে, সেটা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘চার মাস আগে গত অগাস্টে যে সংকট শুরু হয়েছিল, সেটা যে কত তীব্র ছিল, আমরা যদি সেটা বিবেচনা করি, আমাকে বলতে হবে রুয়ান্ডার গণহত্যার পর এত দ্রুত এত বিপুল সংখ্যক মানুষকে আমরা ঘরবাড়ি ছাড়া হতে দেখিনি।’
কেট গিলামোর আরও বলেন, ‘রোহিঙ্গারা যে কী ভীষণ নিষ্ঠুরতার শিকার হয়েছে, সেটা আসলে অনুমান করা পর্যন্ত কঠিন। কাজেই মাত্র কয়েক মাসের ব্যবধানে এই লাখ লাখ শরণার্থী তাদের বাড়িঘরে ঠিকমত ফিরে যেতে পারে, এটা কল্পনা করতে গেলেও আপনার বিশ্বাসে বিরাট বড় একটা উল্লম্ফনের দরকার হবে।’ তিনি বলেছেন, মিয়ানমারে কী ঘটেছে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোন নিরপেক্ষ তদন্ত হয়নি, এই ঘটনার জন্য কাউকে জবাবদিহিতার মুখোমুখি করার কোন চেষ্টা করা হয়নি। ‘এমনকি এই শরণার্থীরা ফিরে গেলে তারা যে আবারও একই ধরণের ঘটনার শিকার হবে না, সেটার পর্যন্ত কোন নিশ্চয়তা নেই।’
বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের এক বৈঠক থেকে যেসব রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে তাদের একটি তালিকা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ সরকারের রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক কমিশনারকে। পররাষ্ট্র সচিব শহিদুল হক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই তালিকা তৈরি করা হবে।-বিবিসি।