জাতীয় পাটি নির্বাচন করবে কি না বিএনপির ওপর নির্ভর করছে : এরশাদ

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামীতে জাতীয় পাটি এককভাবে নির্বাচন করবে কি না তা নির্ভর করছে বিএনপির সিদ্ধান্তের ওপর। আজ বেলা ১২টার দিকে পটুয়াখালীর কুয়াকাটায় ব্যক্তিগত সফরে এসে এ কথা বলেন এরশাদ।
সাবেক রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টির এককভাবে নির্বাচনের প্রস্তুতি রয়েছে। বর্তমান সরকার ভালো অবস্থানে রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
এরশাদ বলেন, ‘রংপুরে একটা এক্সাম্পল হয়েছে, দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এরকম যদি সারা দেশে করতে পারে, ইসির (নির্বাচন কমিশন) নাম লেখা থাকবে ইতিহাসে। তবে করতে পারবে কি না সেটা জানি না। আমরা দোয়া করব।’
জাতীয় পার্টির নেতা বলেন, ‘আগামীতে বিএনপির অবস্থা, আওয়ামী লীগের অবস্থা দেখার পরে সিদ্ধান্ত গ্রহণ করব যে, আমরা কীভাবে নির্বাচন করব।’ তিনি আরো বলেন, ‘এককভাবে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চলছে। তবে ফাইনাল এখনো হয়নি। ইট ডিপেন্ডস অন বিএনপিস ডিসিশন এটা বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর