মন্ত্রীর আশ্বাসে প্রাথমিক শিক্ষকরা অনশন ভাঙছেন সন্ধ্যায়

হাওর বার্তা ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙতে সম্মত হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শরবত পান করিয়ে শিক্ষকদের অনশন ভঙ্গ করাবেন মন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার।

গণশিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী ডাবলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে ৩৩, মিন্টো রোডের সরকারি বাসভবনে শিক্ষকদের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। সেখানে তাদের দাবির বিষয়ে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। এসময় মন্ত্রী জানান, সন্ধ্যায় তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষক অনশন ভঙ্গ করাবেন।

এর আগে শিক্ষক সমিতির একাংশের সভাপতি শাহিনুর আখতার বলেন, আমাদের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে দেখা করতে তার বাসভবনে গেছেন।

বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর