শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বিতরণ হবে অনলাইনে

মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাসহ ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিও) চলমান কষ্টকর প্রক্রিয়ার পরিবর্তন করে সরকার অনলাইনের মাধ্যমে তা বিতরণ করতে যাচ্ছে বলে সরকারি শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন। খবর বাসসের।

তারা বলেন, শিক্ষার ওপর গুরুত্ব দিতে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা নীতি-২০১০ এর সঙ্গে সঙ্গতি রেখে ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণের এই সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ও প্রক্রিয়ায় গতিশীলতা আনতে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনায় নয়টি অঞ্চলে অনলাইনের মাধ্যমে এমপিও বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি বলেন, এ বিষয়ে ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও অনলাইনে বিতরণ প্রক্রিয়ায় আনতে শিগগির একটি বিজ্ঞপ্তি জারি করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর