আশি দশকে আর্জেন্টিনার সেরা তারকা ছিলেন দিয়াগো ম্যারাডোনা। আর এই দশকে আর্জেন্টিনার উজ্জ্বল তারকা লিওনেল মেসি। তবে কে সেরা এই বিতর্ক এখন চলমান। ম্যারাডোনা নিজের চেয়ে এগিয়ে রাখলেন তার উত্তরসূরিকেই, ‘মেসি বিশ্বসেরা খেলোয়াড়। তবে মেসির চেয়ে আমার গোল অনেক বেশি সুন্দর।’
১৯৭৭ থেকে ১৯৯৪ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মাঠ মাতিয়েছেন ম্যারাডোনা। ৯১ ম্যাচে গোল করেছেন ৩৪টি। পায়ের জাদুতে ১৯৮৬ বিশ্বকাপে একাই আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছেন ম্যারাডোনা। অন্যদিকে জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচে অংশ নিয়ে ৪৫ গোল করেছেন মেসি। কিন্তু তারপরও প্রশ্নটা থেকে যাচ্ছে, কে সেরা? ম্যারাডোনা নাকি মেসি!
এই প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক চলবেই। কিন্তু এবার এই প্রশ্নের উত্তরটা নিজেই দিলেন ম্যারাডোনা, ‘মেসি বিশ্বসেরা খেলোয়াড়। এতে কোন সন্দেহ নেই। সে তার নিজস্ব স্টাইলে খেলে থাকে। আর সে নিজস্ব স্টাইলে গোলও করে। আমিও আমার স্টাইলে খেলে থাকি এবং নিজস্ব স্টাইলে গোল করি। তবে মেসির চেয়ে আমার গোল অনেক বেশি সুন্দর।’