সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন

হাওর বার্তা ডেস্কঃ আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই  হবে। বিএনপির ইচ্ছা অভিলাষ পূরণের জন্য কোনো সহায়ক সরকার গঠন হবে না। শেখ হাসিনার অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এসব কথা বলেন। মওলানা ভাষানীর ৪১তম মৃত্যুবার্ষিকী স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে ন্যাপ ভাষানী ঐক্যজোট।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একুশ বছর নিষিদ্ধ ছিল। বিএনপির আমলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাতে পারেনি আওয়ামী লীগ। ভাষণ বাজাতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সেই ক্যাসেট জব্দ করত। আপনারা যতদিন ক্ষমতায় ছিলেন ভাষণ বাজাতে পারিনি আমরা। আজ জাতিসংঘ স্বীকৃতি দেয়ায় আপনাদের গালে চপেটাঘাত পরেছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ৭ মার্চের ভাষণ বিশ্ব দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় ১৮ নভেম্বর নাগরিক সমাবেশ করা হয়। সেখানে নাগরিক সমাজের  ব্যানারে বিশিষ্টব্যক্তিরা বক্তব্য দিয়েছেন। বিপুল সংখ্যক সাধারণ মানুষ সেখানে  উপস্থিত হয়েছিলেন।

ন্যাপ ঐক্য জোটের আহ্বায়ক এম এ ভাষানীর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন শাহবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর