পাল্টা-পাল্টি কোনো সমাবেশ করছে না আওয়ামী লীগ

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের ১৮ নভেম্বরের সমাবেশ বিএনপির সমাবেশের কোনো পাল্টা-পাল্টি সমাবেশ না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (১৩ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ‘৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আগামী ১৮ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ করবো। সাংবাদিকদের প্রতি অনুরোধ আপনারা বিএনপির সমাবেশের সঙ্গে এটাকে পাল্টা-পাল্টি সমাবেশ মনে করবেন না।’

তিনি বলেন, ‘প্লিজ আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমাদের সমাবেশ নিয়ে রাজনীতি করতে চাচ্ছি না। যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে জন্য আমারা ১৮ তারিখ শনিবার দেখে সমাবেশ দিয়েছি।’

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে তারাই নীতি কথা বলে যারা বেশি দুর্নীতিবাজ। এই দেশে যারা নষ্ট রাজনীতি সূচনা করেছে, যারা সাম্প্রদায়িকতা করার চেষ্টা করেছে, যারা জঙ্গিবাদে মদদ দিয়েছে তারা বলে রাজনীতির গুণগত মান পরিবর্তনের কথা। ভুতের মুখে রাম নাম। তাই নয় কি ?’

মফস্বল সাংবাদিকদের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কিছু সাংবাদিক আছে মফস্বলে তারা শুধু কার্ড গলায় ঝুলিয়ে, প্যাড নিয়ে চাঁদাবাজি করে। তারা থানার ওসি, ভূমি অফিস, টিএনও অফিসে বসে থাকে। অথচ তারা এক লাইন শুদ্ধভাবে লিখতে জানে না। গ্রামের মানুষ সাংবাদিক নাম শুনলেই বলে উঠে সাংঘাতিক।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘নবম ওয়েজ বোর্ড’ গঠনের আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কি কষ্ট করে সাংবাদিকরা জীবিকা নির্বাহ করে তা আমি জানি। কারণ আমি নিজে একজন সাংবাদিক ছিলাম। তথ্যমন্ত্রীকে বলব খুবই মনযোগের সাথে, চেতনার সাথে, ভালবাসার সাথে দেখবেন বিষয়টি। সাংবাদিকদের সাথে কোনো সংঘাতের পথ তৈরি করবেন না। সুন্দরভাবে মানবিক দিক বিবেচনা করে বিষয়টি সমাধান করবেন।’

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি বাঙালিদের ঐক্যবদ্ধ করেছিল। বিশ্বের কাছে বাঙালিদের যে চাহিদা বা আকাঙ্ক্ষা ছিল, তার ভাষণের মাধ্যমে জানতে পেরেছিল।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর