হাওর বার্তা ডেস্কঃ নিজে নিজেই চলবে বাইক। বাইকের মালিককে নিয়ে যাবে গন্তব্যে। শুধু তাই নয়, বাইকটি তার মালিককে চিনতেও পারবে। এমনই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাইক তৈরি করেছে জাপানের অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ামাহা। বাইকটির নাম ইয়ামাহা মোটরয়েড। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ৪৫ তম বার্ষিক মোটর শোতে বাইকটি প্রদর্শন করা হয়।
অত্যাধুনিক ডিজাইনে তৈরি এই বাইকটি দুই চাকায় ঠাঁয় দাঁড়িয়ে থাকতে পারবে। নিজে নিজে পার্কিং করা, পার্কিং থেকে রাস্তায় বের হওয়া থেকে শুরু করে এটি একা একাই চলতে পারবে। এছাড়াও এটির মালিকের নির্দেশনা অনুযায়ী ইঞ্জিন বন্ধ করা কিংবা চালু করবে।
সেলফ ব্যালেন্সিং প্রযুক্তি সমৃদ্ধ এই বাইকটি মূলত ইলেকট্রিক বাইক। লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত বাইকটির ওজন ২১৩ কেজি। বাইকটির উচ্চতা ১ হাজার ৯০ মিলিমিটার।
বিশেষ ডিজাইনে ইয়ামাহা এই বাইকটি তৈরি করেছে। সাধারণ ই-বাইকের মত এটি দেখতে হয়। এটি নিজে নিজেই চেসিস থেকে সাইড স্টান্ড বের হয়ে পার্কিং হয়। একই ভাবে পার্কিং থেকে চলে আসে এর মালিকের হাতে।
বাইকটি পরিচালনার জন্য ইয়ামাহা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। এর আগে কোনো বাইকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়নি।
ভিডিওতে দেখুন বাইকটির কারিশমা: