গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল চায় মালয়েশিয়া

হাওর বার্তা ডেস্কঃ আগামীতে সব দলের অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল দেখতে চায় মালয়েশিয়া। আজ বিকালে মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।

কমনওয়েলথ উইম্যান পার্লামেন্টারিয়ানের চেয়ারপারসন ড. নূরানিনি আহমেদ এমপি ৩ সদস্যের প্রতিনিধিদলের  নেতৃত্ব  দেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ডব্লিউ বি শামসুল ইস্কান্দার আকিল,নূরমালা আবদুস সামাদ। কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ  নেয়া এই প্রতিনিধিদলটি ঢাকায় আসে গত সপ্তাহে।

সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল বলেন,মালয়েশিয়া সংসদীয় দলটি চায়, বাংলাদেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। তারা বার বার বলেছেন,আমরা অপেক্ষায় আছি,বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর-এটা দেখার অপেক্ষায়  আছেন তারা। তারা আরও মনে করেন, মালয়েশিয়াতে যে ডেমোক্রেসি প্রাকটিস হচ্ছে,বাংলাদেশেও একইভাবে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার ট্রানজিশন- তা পরিপূর্ণ হবে।

মির্জা ফখরুল বলেন, মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে হয়েছে। সত্যি বলতে কী প্রতিটি মুহূর্ত এনজয় করেছেন তারা। এই প্রতিনিধিদলে দুইজন ছিলেন সরকারি দলের এবং একজন ছিলেন বিরোধী দলের উপনেতা।

অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহউদ্দিন আহমেদ, মালয়েশিয়া শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম শাহ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর