ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিপিএ ৬৩তম সম্মেলন শুরু হচ্ছে বুধবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) অন্যতম বৃহৎ বার্ষিক সমাবেশ ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন (সিপিসি) বুধবার থেকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে শুরু হচ্ছে।

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমীন চৌধুরী মঙ্গলবার বাসসকে বলেন, প্রধানমন্ত্রী ও সিপিএর ভাইস-পেট্রন শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ৬৩তম সিপিএ সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলন ৮ নভেম্বর পর্যন্ত চলবে।

তিনি আরো বলেন, এ বছরের সিপিএ সম্মেলন তিন বছর মেয়াদে নতুন চেয়ারপার্সন নির্বাচিত করবে। ৪৪ দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬ স্পিকার ও ২৩ ডেপুটি স্পিকারসহ মোট ৫৫০ সিপিএ সদস্য এই সম্মেলনে অংশগ্রহণ করবেন উল্লেখ করে তিনি বলেন, ‘৬৩তম সম্মেলনের মাধ্যমে সিপিএ’র সব সদস্য তাদের একজন নতুন চেয়ারপার্সন নির্বাচিত করবেন।

ড. শিরীন বলেন, বর্তমান বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘কন্টিনিউইং টু এনহ্যান্স দ্য হাই স্ট্যান্ডার্ডস অফ পারফর্ময়েন্স অফ পার্লামেন্ট’। যেখানে সিপিএ’র প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র, গতিশীলতা ও উন্নয়ন।

এই সম্মেলনে ৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। অন্য সদস্যরা হলেন, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, ফজিলাতুন নেসা বাপ্পী ও ফখরুল ইমাম।

সিপিএ প্রেসিডেন্ট ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ৬৩তম সিপিসি’র আয়োজন করছেন। এই সম্মেলন ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে।

১৯৭৩ সাল থেকে সিপিএর সদস্য হিসেবে বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশসমূহে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সিপিএ ৬৩তম সম্মেলন শুরু হচ্ছে বুধবার

আপডেট টাইম : ১১:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) অন্যতম বৃহৎ বার্ষিক সমাবেশ ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন (সিপিসি) বুধবার থেকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে শুরু হচ্ছে।

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমীন চৌধুরী মঙ্গলবার বাসসকে বলেন, প্রধানমন্ত্রী ও সিপিএর ভাইস-পেট্রন শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ৬৩তম সিপিএ সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলন ৮ নভেম্বর পর্যন্ত চলবে।

তিনি আরো বলেন, এ বছরের সিপিএ সম্মেলন তিন বছর মেয়াদে নতুন চেয়ারপার্সন নির্বাচিত করবে। ৪৪ দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬ স্পিকার ও ২৩ ডেপুটি স্পিকারসহ মোট ৫৫০ সিপিএ সদস্য এই সম্মেলনে অংশগ্রহণ করবেন উল্লেখ করে তিনি বলেন, ‘৬৩তম সম্মেলনের মাধ্যমে সিপিএ’র সব সদস্য তাদের একজন নতুন চেয়ারপার্সন নির্বাচিত করবেন।

ড. শিরীন বলেন, বর্তমান বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘কন্টিনিউইং টু এনহ্যান্স দ্য হাই স্ট্যান্ডার্ডস অফ পারফর্ময়েন্স অফ পার্লামেন্ট’। যেখানে সিপিএ’র প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র, গতিশীলতা ও উন্নয়ন।

এই সম্মেলনে ৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। অন্য সদস্যরা হলেন, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, ফজিলাতুন নেসা বাপ্পী ও ফখরুল ইমাম।

সিপিএ প্রেসিডেন্ট ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ৬৩তম সিপিসি’র আয়োজন করছেন। এই সম্মেলন ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে।

১৯৭৩ সাল থেকে সিপিএর সদস্য হিসেবে বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশসমূহে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখে আসছে।