কোনো লুকোচুরি না, একেবারে প্রকাশ্যে চুমু খেলেন ব্র্যাডলি কুপারকে। ক্রিস্টিয়ানো রোনালদোর অন্তরে আগুন ধরানোর জন্যই এমনটা করলেন কি-না! রাশিয়ার অভিনেত্রী ও মডেল ইরিনা শায়েকের সঙ্গে এখন আর সম্পর্ক নেই রোনালদোর। টানা পাঁচ বছর একই ছাদের নিচে ছিলেন তারা। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদোর সন্তানকে নিজের সন্তানের মতই দেখাশুনা করতেন ইরিনা। কিন্তু চলতি বছরের শুরুতেই হিসাব-নিকাশ পাল্টে যায়। জানুয়ারিতে টানা দ্বিতীয় ফিফা ব্যালন ডি’অর পুরস্কার গ্রহণ অনুষ্ঠানেই অনেকে আঁচ করেন ব্যাপারটি। ওই অনুষ্ঠানে ছিলেন না ইরিনা শায়েক। অথচ আগের বছর তার সরব উপস্থিতি নজর কাড়ে সবার। দু’দিন পরেই ব্যাপারটি খোলাসা হয়। রোনালদোর সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা নিজেই জানান ইরিনা। রোনালদো অবশ্য ব্যাপারটি নিয়ে এখন পর্যন্তু টুঁ শব্দটি করেন নি। কিন্তু ইরিনা বসে নেই। নতুন প্রেমিক জুটিয়ে নিয়েছেন। হলিউডের খ্যাতিমান অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রোনালদোর সাবেক প্রেমিকা। গত মাসে তাদের মধ্যের সম্পর্কের ব্যাপারটি ধরা পড়ে সবার নজরে। এরপর ইরিনা আর রাখঢাক রাখেন নি। এখন প্রকাশ্যেই ৪০ বছর বয়সী এ অভিনেতার সঙ্গে সময় কাটাচ্ছেন। সোমবার লন্ডনের এক অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা যায়। একে অন্যের হাত ধরে সবার সামনেই অনুষ্ঠানে সবার নজর কাড়েন। কিন্তু বুধবার ঘটলো আরও রোমাঞ্চকর ঘটনা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ইরিনাকে এগিয়ে দিতে যান ৪০ বছর বয়সী কুপার। ইরিনা নিজ দেশে কোনো কাজে ফিরছিলেন। আর বিমানবন্দরেই হাজার মানুষের সামনে প্রকাশ্যে একে অপরকে আলিঙ্গনাবদ্ধ করেন। দু’জন ঠোঁটে ঠোঁট চেপে ধরে থাকেন অনেক্ষণ। ইরিনার বাঁ হাত কুপারের কাঁধের ওপর থাকলেও কুপারের ডান হাত তখন ইরিনার কোমরের ট্রাউজারের ফাঁক গলিয়ে ভেতরে।
রোনালদোর সঙ্গে সম্পর্ক থাকাকালেই কুপারের প্রতি নিজের দুর্বলতার কথা একবার প্রকাশ করেছিলেন ইরিনা। তখন তিনি বলেন, ‘কুপারের মতো স্মার্ট, শিক্ষিত ও মার্জিত একজনকে আমি স্বপ্ন দেখতাম।’ তখনকার স্বপ্ন দেরিতে হলেও পূরণ হলো ইরিনার। ৪০ ও ২৯ বছর বয়সী ও দুই অভিনেতা-অভিনেত্রীর প্রেম এখন তুঙ্গে। নতুন প্রেমের প্রভাব ব্যক্তিগত জীবনেও পড়েছে ইরিনার। ইতিমধ্যে সাবেক প্রেমিক রোনলদোর সঙ্গে তোলা তার সব ছবি অনলাইন থেকে মুছে ফেলেছেন তিনি।
সংবাদ শিরোনাম
রোনালদোর সাবেক প্রেমিকার চুটিয়ে প্রেম
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫
- ৩৬৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ