হাওর বার্তা ডেস্কঃ ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আজ (বুধবার) অথবা আগামীকাল প্রকাশ হবে। ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক হাওর বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল সাড়ে তিনটায় একটি বিশেষ সভা আছে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজ পরীক্ষার ফল প্রকাশ না হলেও আগামীকাল ফল ঘোষণা করা হবে।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ১ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন।
চলতি বছরের ২৩ মে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। প্রায় পাঁচ মাস ধরে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন পরীক্ষার্থীরা।