হাওর বার্তা ডেস্কঃ কয়েক মাস আগে রাখাইন থেকে স্ত্রী ও চার ছেলেমেয়ে নিয়ে পালিয়ে ভারতে যান আব্দুল গণি। তিনি হাওর বার্তাকে জানান, বিএসএফ তাদের আটক করে কাটাতারের বেড়া পার করে দেয়। এরপর বুধবার ভোরে তারা মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরা কোনা সীমান্ত হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।
পরে ওই সীমান্ত থেকে তাদের আটক করে পুলিশ। আটক ৬ জন হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়ালিজ শিকদারপাড়ার আব্দুল গণি (৩৫), তার স্ত্রী সালেহা খাতুন (৩৫), তাদের সন্তান জাহাঙ্গীর গণি (১০), নূর কলিমা (৬) সাইফুল ইসলাম (৩) ও ১০ মাস বয়সী তসলিমা খাতুন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে আব্দুল গণি স্ত্রী ও চার ছেলেমেয়ে নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর স্থানীয় লোকজন তাদের মানিকনগর গ্রামের ইছার উদ্দীনের বাড়িতে নিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন তাদের খাবার দিয়ে সহায়তা করে।
মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সেখানে পুলিশ পাঠিয়ে তাদের নজরদারিতে রাখা হচ্ছে। আব্দুল গনি জানান, এখন তিনি পরিবার নিয়ে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা শিবিরে যেতে আগ্রহী।