হাওর বার্তা ডেস্কঃ নেত্রকোণা শহরের সাতপাই এলাকার নিজ বাসায় দম্পতি খুন ও ডাকাতিতে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।
রোববার ভোরে শহরের সাতপাই এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান। তবে তদন্তের স্বার্থে আটকদের পরিচয় জানায়নি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আটকেরা মাদকাসক্ত। হত্যা ও খুনের রহস্য উদঘাটনে থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার দুপুরে শহরের সাতপাইয়ের বাবলু স্মরণীর নিজ বাসা থেকে উদ্ধার করা হয় বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মচারী মিহির বিশ্বাস ও তার স্ত্রী সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মী তুলিকা চন্দ্র ওরফে সবিতা বিশ্বাসের লাশ।
অন্তত দুই দিন আগে তাদের হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণার কথা জানায় পুলিশ।