হরতালে সহিংসতা হলে কড়া জবাব

হাওর বার্তা ডেস্কঃ জামায়াতে ইসলামীর ডাকা হরতালে কোনো ধরণের সহিংসতা হলে কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, দলের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয়জনকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।

প্রধান বিচারপতির ছুটি নিয়ে বিএনপির সমালোচনার জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তিনি অসুস্থ, ছুটি নিতেই পারেন। আর তাকে জোর করে বিদেশ পাঠানো হলে উনি তো সেটা বলতেন। উনি তো মেরুদণ্ডহীন না।’

গুলশান হামলার কারণে মেট্রোরেলের কাজে বিঘ্ন ঘটলেও সরকার দ্রুত এই প্রকল্প শেষ করতে চায় বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের কাজ পুরোদমে চলছে। আশা করি আগামী ছয় মাসের মধ্যে এ প্রকল্প দৃশ্যমান হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর