বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মাল্টার

হাওর বার্তা ডেস্কঃ খাগড়াছড়িতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মাল্টার। সুস্বাদু এই রসালো ফলের চাষ করে অনেকেই দেখছেন লাভের মুখ।

তবে আপাতত সীমিতভাবে হলেও ভবিষ্যতে বিশাল পরিসরে এর আবাদ করার আশা স্থানীয়দের। গাছে থরে থরে ঝুলছে ভিটামিন `সি` সমৃদ্ধ রসালো ফল মাল্টা। খাগড়াছড়ি সদরের এই বাগানটি ত্রিশুল চাকমার। যিনি নিজ বাগানে মাল্টা চাষ করছেন গত ৪ বছর ধরে।

শুধু সদর নয়, পানছড়ি, দিঘীনালা-সহ জেলার বিভিন্ন উপজেলায় চাষ হচ্ছে মাল্টার।

প্রথমে পরীক্ষামূলকভাবে হলেও বর্তমানে এর উৎপাদন ভাল হওয়ায় মাল্টা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন চাষিরা। এতে লাভবানও হচ্ছে তারা। বারি মাল্টা-১ ব্যাপক হারে চাষ হচ্ছে পার্বত্যাঞ্চলে। তাই এর উৎপাদন বাড়াতে দেয়া হচ্ছে প্রশিক্ষণ।

এখানকার মাটি অম্লীয় হওয়ায়, মাল্টা চাষ বেশ ভাল হচ্ছে বলে জানিয়েছেন হর্টিকালচার সেন্টারের এই কর্মকর্তা।

তবে চাহিদায় বিদেশী মাল্টার তুলনায় এখনো পিছিয়ে পাহাড়ের মাল্টা। এ বছর খাগড়াছড়িতে মাল্টা চাষ হয়েছে ২শ হেক্টর জমিতে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর